২৫ বছরের রেকর্ড ভেঙে নয়া ইতিহাস লিখলেন ভারতের সুমিত নাগাল। অলিম্পিকের ইতিহাস বলছে গত ২৫ বছরে এই প্রথম কোনও ভারতীয় অলিম্পিক্সে একটি সিঙ্গলস ম্যাচ জিতলেন ।

অলিম্পিকের টেনিস সিঙ্গেলে প্রথমবার জয়লাভ করেছিলেন জিসান আলী নামে এক খেলোয়াড়। ১৯৮০ সালের অলিম্পিকে এই ঘটনা ঘটেছিল। আজ নাগাল প্রায় ২ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াইয়ের পর উজবেকিস্তানের ডেনিস ইস্টোমিনকে হারালেন ৬-৪ ৬-৭ (৬) ৬-৪ সেটে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে জানতে পারা যাচ্ছে, দ্বিতীয় রাউন্ডে নাগাল খেলবেন ড্যানিল মেদভেদেভের বিরুদ্ধে । বিস্ময়করভাবে নাগাল ভারতের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সে সিঙ্গলস জেতার নজির গড়লেন টোকিও অলিম্পিক ২০২১ এর শুরুর দিনেই।
কেবলমাত্র , টেনিস সিঙ্গেলসেই নয় পাশাপাশি যুগ্ম ক্রীড়াবিদদের প্রতিযোগিতার ফলাফল বেশ ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ টেনিস ডাবলসে অনবদ্য জয় পেলেন ভারতের স্বাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। জানাতে বিশ্বের তিন নম্বর জুটিকে হারিয়ে এক অনবদ্য জয় ছিনিয়ে এনেছেন ভারতীয় এই দুই খেলোয়াড়।