Read Time:1 Minute, 10 Second
নয়া চমক, বাজারে এল স্মার্ট এলপিজি সিলিন্ডার । একদিকে যখন পেত্রোপণ্যের দাম বৃদ্ধিতে নাজেহাল মানুষ, অন্যদিকে সেই সুজোগেই মানুষের কাছে ইন্ডিয়ান অয়েল নিয়ে এল এই নতুন প্রযুক্তি সম্পন্ন গ্যাস সিলিন্ডার । তবে এখনই সর্বত্র মিলবে না এই সিলিন্ডার । এই মুহূর্তে কেবলমাত্র দিল্লি, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, ফরিদাবাদ এবং লুধিয়ানায় ৫ ও ১০ কেজির স্মার্ট সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে । এইচডিপিই জ্যাকেট, স্টিলের বডি সমৃদ্ধ এই সিলিন্ডারে রয়েছে তিনটি স্তরের আস্তরন যার ফলে কতখানি গ্যাস খরচ হচ্ছা তা অনায়াসেই বুঝতে পারা যাবে । ৫ কেজির সিলিন্ডারের দাম রাখা হয়েছে ২১৫০ এবং ১০ কেজির সিলিন্ডারের দাম থাকছে ৩৩৫০ টাকা ।
