চমক ! এবার নয়া নোটবুক আনছে জিও । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 13 Second

একের পর এক নয়া টেকনোলজি নিয়ে ব্যবহারকারীদের মন যুগিয়ে চলেছে রিলায়েন্স জিও। ইতিমধ্যেই স্বল্প মূল্যে সাশ্রয়ী 4G স্মার্টফোন গুলোর মধ্যে একটি লঞ্চ করেছে জিও। আর তারপর ই-বুক নামক একটি সাশ্রয়ীমূল্যের নোটবুক তৈরি করার সিদ্ধান্ত নেয় রিলায়েন্স সংস্থা। টেক বিশেষজ্ঞদের মতামত অনুসারে আর কিছুদিনের মধ্যেই স্বল্প মূল্যে ল্যাপটপ নির্মাণের পদ্ধতিতে হাত দিতে চলেছে রিলায়েন্স। পণ্যটিকে Geekbench বেঞ্চমার্কিং-এ দেখা গেছে ইতিমধ্যেই। প্রসঙ্গত উল্লেখ্য, আধুনিক যুগে দাঁড়িয়ে মোবাইল বা ল্যাপটপ ছাড়া অচল সমস্ত কিছুই। ইতিমধ্যেই এই প্রয়োজনীয় স্পেসিফিকেশন এবং পারফরমেন্সের বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য ,এই বছরের শুরুতেই বিআইএস তালিকা প্রকাশ করা হয়েছিল। জানা গেছে ইতিমধ্যেই জিও বুকের তিনটি মডেল প্রকাশ করতে চলেছে রিলায়েন্স সংস্থা তার মধ্যে মডেল নাম্বার গুলি হল, NB1112MM, NB1118QMW, NB1148QMW৷ তিনটি ভিন্ন মডেল নাম্বারের উপর ভিত্তি করে তিনটি ভিন্ন মডেল প্রকাশ করা হতে চলেছে । মূলত স্ক্রিনের আকারের দিক থেকেই এই মডেল গুলো ভিন্ন হতে চলেছে। উপরন্তু, কিছুদিন আগেই প্রকাশিত রিলায়েন্স জিও বুক স্পেসিফিকেশন গুলিও পরামর্শ দিয়েছে যে, নোটবুকে একটি কোয়ালকম চিপড্রাগন ৬৬৫ চিপসেট থাকতে পারে। রিলায়েন্সের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই খুশি হয়েছে সমস্ত উপভোক্তারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রেলের গুরুত্বপূর্ন পদে চাকরির সুযোগ, কবে থেকে শুরু আবেদন ? । এম ভারত নিউজ

বাংলার চাকরিপ্রার্থীদের জন্যে বড় সুযোগ। ভারতীয় রেলের দক্ষিণপূর্ব শাখার তরফে সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দক্ষিণপূর্ব রেলের রিক্রুটমেন্ট সেলের সরকারি ওয়েবসাইট rrcser.co.in-এ গিয়ে আবেদন জমা করতে পারেন যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা। মোট ১৭৮৫টি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রেল। যোগ্য ও […]

Subscribe US Now

error: Content Protected