ফের মর্মাহত ঘটনা। একই দিনে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ৫ জন আত্মীয়ের মৃত্যু। জানা যাচ্ছে, আজ হঠাৎই মৃত্যু হয় তাদের। গত বছরেই না ফেরার দেশে চলে যান বলিউডের বিখ্যাত এই তরুণ অভিনেতা। জানা যায় মানসিক অবসাদের কারণেই এই পথ বেছে নিয়েছিলেন তিনি। বলিউড অভিনেতার এই মৃত্যুকে ঘিরে এই শোকের ছায়া নেমে এসেছিল বিটাউনে।পাশাপাশি শোকস্তব্ধ হয়ে গিয়েছিল তরুণ অভিনেতার পরিবারও। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবার বৃহত্তর ধাক্কার মুখোমুখি হল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যরা। আজ সকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সুশান্তের পাঁচ আত্মীয়ের। আজ বিহারের লখিসরাই জেলার অন্তর্গত জাতীয় সড়ক ৩৩৩-এ একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঐ গাড়িটির । আর তার ফলেই মৃত্যু হয় ওই পাঁচ জনের ।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকালের পাটনা থেকে ফিরছিলেন সুশান্তের আত্মীয়রা। আজ হারিয়ানা পুলিশের অফিসারের স্ত্রী গীতা দেবী শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকে। সেখান থেকেই ফেরার পথে এই পথ দুর্ঘটনা হয় বলে জানা যাচ্ছে।গীতা দেবী সম্পর্কে সুশান্তের দুঃসম্পর্কের দিদি। তাই সুশান্তের অনুপস্থিতিতে তাঁর হয়ে শ্রদ্ধানুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা। ইতিমধ্যেই এই খবরে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে গোটা বিহারে। যদিও এই গাড়িতে উপস্থিত ছিলেন মোট ১০ জন। পাঁচজনের মৃত্যু হলেও বাকিদের সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই।