সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর সামনে আসায় আরও একবার প্রশ্ন উঠছে বিহারের আইন ব্যবস্থাকে নিয়ে । ইতিমধ্যেই সামনে এসেছে একটি খবর যাতে জানা যাচ্ছে, দিন-দুপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিতে আহত হয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভাই রাজকুমার সিং , এবং তারই একজন সহকর্মী। আহত দুই জন ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে, জানা যাচ্ছে তাদের অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক ।

জানা গিয়েছে, সুসান্ত সিং রাজপুতের মামাতো ভাই রাজকুমার সিং একটি বাইক শোরুমের মালিক। প্রতি সপ্তাহের শনিবারের মত এই শনিবারও তিনি তার এক সহকর্মী আলীকে নিয়ে দোকান খোলার উদ্দেশ্য রওনা দেন। মাঝপথে কিছু দুষ্কৃতী তাদের রাস্তায় আটক করে এবং এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তাদের দিকে তারপর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়ে দৌড়ে যায় এবং সেখান থেকে উদ্ধার করেন এই দুই আহত ব্যক্তিকে ,পরবর্তীতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। দিনেদুপুরে এভাবে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনা সামনে আসার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে খতিয়ে দেখেছে পুরো ব্যাপারটা ,তারপর আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই দুষ্কৃতীদের ধরা হবে বলে।