আজ, সোমবার বিকেলে পাটনায় এনডিএ জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থ বারের জন্য শপথ নিতে চলেছেন নীতীশ কুমার । পাশাপাশি শপথ নেবে বিহারের নতুন মন্ত্রিসভাও। তবে মন্ত্রীসভায় এবার নয়া চমক- একজনের পরিবর্তে বিজেপি থেকে দু’জনকে উপ-মুখ্যমন্ত্রী নির্বাচন করেছে এনডিএ । তবে, এবারে সুশীল মোদিকে আর উপমন্ত্রী হিসেবে পাচ্ছেননা নীতীশ তাঁর পরিবর্তে ভারতীয় জনতা পার্টির বিধায়ক তারকিশোর প্রসাদ এবং রেনু দেবী থাকছেন এই পদে ।

অন্যদিকে নির্বাচনে জয়লাভের ধন্যবাদ জ্ঞাপনে সুশীল মোদীকে কেন্দ্রীয় মন্ত্রী করতে চলেছে বিজেপি। এ নিয়ে সুশীল মোদির মন্তব্য করেছেন, গত ৪০ বছরের রাজনৈতিক জীবনে বিজেপি ও সংঘ পরিবার তাঁকে অনেক কিছুই দিয়েছে। যে দায়িত্ব তাঁকে দেওয়া হবে তা তিনি পালন করার চেষ্টা করবেন । পার্টিকর্মির পদ কেউ কেড়ে নিতে পারবে না। রবিবারই তারকিশোরবাবুকে বিজেপির দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে । যদিও উপমুখ্যমন্ত্রিত্ব পদ পাওয়া নিয়ে কোন মন্তব্য করেননি তিনি । বেট্টিয়া থেকে জিতে চারবারের বিধায়ক রেনু দেবীকেও শুভেচ্ছা জানিয়েছেন সুশীলবাবু ।