বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এ জয়লাভ করার পরেই পরবর্তী লক্ষ্য স্থির করেছে তৃণমূল। আর সেই লক্ষেই ২০২৪ লোকসভা নির্বাচনে দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই এই প্রসঙ্গে ত্রিপুরা, উত্তর প্রদেশ এবং মোদি রাজ্যে নিজেদের অবস্থান তৈরীর জন্য উঠে পড়ে লেগেছেন তৃণমূল নেতৃত্বরা। জানা যাচ্ছে আগামী দিনের প্রাথমিক লক্ষ্য হিসেবে ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারকে ক্ষমতাচ্যুত করাই তৃণমূলের মুখ্য উদ্দেশ্য। আর সেই কারণেই এবার ত্রিপুরায় তৃণমূলের মুখ হিসেবে সুস্মিতা দেবকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে ঘাসফুল শিবির। প্রসঙ্গত উল্লেখ্য গত দু’দিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন প্রাক্তন সংসদ সুস্মিতা দেব। প্রসঙ্গত উল্লেখ্য ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ লাল সিংহ এবং সুবল ভৌমিক জানান ,আগামী দিনের ত্রিপুরার মুখ হিসেবে সুস্মিতা দেবকেই দায়িত্ব দেওয়া হোক। মূলত সর্বভারতীয় স্তরে একটি জনপ্রিয় মুখ সুস্মিতা। সেক্ষেত্রে ত্রিপুরার মত জায়গায় তৃণমূলের জায়গা তৈরি করে নিতে এমনই একটি মুখের গুরুত্ব ঠিক কতটা; তা বুঝতে বাকি নেই তৃণমূলের পোড়খাওয়া রাজনীতিবিদদের।

যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত দলীয় মতামতটাই সামনে এসেছে। আগামী দিনে এই মতামতেই মান্যতা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য সামনে আসেনি। তবে এই বিষয়ে সুস্মিতা দেব জানান, ‘ আমি সম্পূর্ণ নিঃশর্তে তৃণমূলে যোগদান করেছি ‘। তৃণমূলে যোগদান করা নিয়ে আমি আমার কোন আদর্শের সঙ্গে সমঝোতা করেছি বলে মনে হয় না আমার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ঠিক যে দায়িত্ব দেবেন, সেই দায়িত্বই আমি সর্বসমক্ষে মাথা পেতে নেব।