Read Time:1 Minute, 26 Second
শুভেন্দু অধিকারীর দল বদলে বিজেপির কতটা লাভ হল জানি না, আর তৃণমূলেরই বা কত ক্ষতি হল জানি না। তবে ক্ষতি হবে সাধারণ মানুষের যাহাই তৃণমূল তাহাই বিজেপি। বুধবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সিপিআইএমের জনসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

পাশাপাশি রাজ্যপালের অপসারণের দাবিতে তৃণমূল সাংসদের চিঠি দেওয়া প্রসঙ্গে তাঁর মত, তৃণমূলের কোন সদস্য বা সাংসদ চিঠি দিলে কোন দিন কার্যকারী হয় না, কারণ তৃণমূল একজনেরই, যদি রাজ্য সরকার চিঠি দেয় তা যুক্তিসঙ্গত।
মেদিনীপুরে অমিত শাহের জনসভায় সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলের বিজেপিতে যোগদান প্রসঙ্গে সুজন বলেন, ১৮ বছর বয়স হলে নিজস্ব অধিকার আছে সিদ্ধান্ত নেওয়ার, সিদ্ধান্ত নিয়েছেন, এবার ঠেলা বুঝবেন হলদিয়ার মানুষ আছে তো, উনি নিজের হিম্মতে জেতেননি পিছনে লাল ঝান্ডা ছিল।