বন্যা দুর্গত মানুষদের পাশে ‘স্বপ্নীল’, ‘সদিচ্ছা’ । এম ভারত নিউজ

admin
1 0
Read Time:3 Minute, 17 Second

ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে গোটা পূর্ব মেদিনীপুরে । তবে এবার পূর্ব মেদিনীপুরের বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়াল ‘দা আরসিএম স্বপ্নীল’ এবং ‘সদিচ্ছা’ নামক স্বেচ্ছাসেবী সংস্থা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই দা আরসিএম স্বপ্নীল এবং সদিচ্ছার তরফ থেকে প্রায় ১৫০০ মানুষকে খাবার পরিবেশন করা হচ্ছে । গত ২৭ দিন ধরেই বন্যা বিধ্বস্ত পরিস্থিতিতে আটকে পড়া মানুষদের সমস্যাকে মাথায় রেখেই এই মিশন চালাচ্ছেন তাঁরা। শুধু তাই নয় পাশাপাশি সাধারণ মানুষকেও তাদের এই মিশনে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে দ্যা আরসিএম স্বপ্নীল এবং সদিচ্ছা নামক এই দুই স্বেচ্ছাসেবী সংস্থা।

বন্যা বিধ্বস্ত পরিস্থিতিতে আটকে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ করার দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিয়েছে এই দুই স্বেচ্ছাসেবী সংস্থা। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে প্রয়োজনীয় শুকনো খাবার থেকে শুরু করে ওআরএস এবং মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছেন তাঁরা। আগামী দিনে তাঁদের অপর দুটি জায়গায় এই একই পরিষেবা দেওয়ার বিষয়েও বিস্তারিত জানিয়েছেন তারা। মূলত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ব্লকের পদ্মতামলি জেলার দুটি স্থানে এই খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন করতে চলেছেন তাঁরা। আর সেই কারণেই সকল মানুষের কাছে প্রয়োজনীয় অর্থ সাহায্য চেয়েছে এই সংস্থা। ইতিমধ্যেই এই সংস্থার তরফ থেকে তাঁদের প্রয়োজনীয় ব্যাংকের তথ্যাদি দেওয়া হয়েছে। এমনকি এও জানানো হয়েছে, এই অভিযানে অর্থ প্রদান করলে সেই ব্যক্তি ইনকাম ট্যাক্সের ৮০জি নিয়মের সুবিধার আওতাভুক্ত হবেন। দা আরসিএম স্বপ্নীলের ব্যাংক একাউন্ট নাম্বার হল ৩২৮০২১২৯৯৮৯। স্টেট ব্যাংকের আওতাভুক্ত এই অ্যাকাউন্টটি বাঘাযতীন স্টেশন রোডে অবস্থিত এস বি আই ব্যাংকের আওতাভুক্ত। এছাড়া এই একাউন্টের জন্য প্রয়োজনীয় আইএফএসসি কোড হল SBIN০০১৬৬২৯। এছাড়াও ইউপিআই আইডি হল ৩। তবে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার এই প্রচেষ্টায় যে সাধারণ মানুষ কতটা খুশি তা বলার অপেক্ষা রাখে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টিকাকরণের রেকর্ড ভারতের, শুভেচ্ছা রাস্ট্রপতির । এম ভারত নিউজ

অন্যতম নজির সৃষ্টি ভারতে। টিকাকরণের রেকর্ড মাত্র পার করল ভারত বর্ষ । মাত্র নয় মাসে ১০ কোটি ডোজ টিকাকরণের মাত্রা গঠন করতে পেরে স্বভাবতই খুশি হয়েছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । ইতিমধ্যেই এই বিষয়ে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। আজ টুইটের মাধ্যমে সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লেখেন, ‘ দেশ […]

Subscribe US Now

error: Content Protected