প্যারিস অলিম্পিকে ভারতের ঘরে এল তৃতীয় পদক। বৃহষ্পতিবার পুরুষদের সিঙ্গলসে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জয় করলেন ভারতের স্বপ্নিল কুশালে। এই প্রথমবার অলিম্পিকে খেলতে নেমেই পদক জয় করলেন এই শুটার। সিলেকশন রাউন্ডে সপ্তম স্থান অধিকার করার পর ফাইনালে উঠেছিলেন এই খেলোয়াড়।
এদিন হাড্ডাহাড্ডি লড়াই করে ব্রোঞ্জ পদক জিতলেন স্বপ্নিল। তিনি পেয়েছেন মোট ৪৫১.৪ পয়েন্ট। এই বিভাগে সোনা জিতেছেন চিনের লিউ ওয়াইকে। তিনি ৪৬৩.৬ পয়েন্ট সংগ্রহ করেছেন। ৪৬১.৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রুপোর পদক হাসিল করেছেন ইউক্রেনের এস কুলিস।
জীবনের প্রথম অলিম্পিকে অংশ গ্রহণ করেই পদক জেতা স্বপ্নিল স্বাভাবিক ভাবেই আনন্দে ভাসছেন। পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে দেশকে পদক দেওয়া স্বপ্নিল বলেন, ” আমি কখনো তাড়াহুড়ো করিনি। ঠাণ্ডা মাথায় প্রতিটা শট মেরেছি। তাতেই এই সাফল্য এসেছে।