ডেল্টার প্রকোপে সিডনি ! সপ্তাহ জুড়ে চলবে লকডাউন । এম ভারত নিউজ

user 2
0 0
Read Time:2 Minute, 53 Second

অস্ট্রেলিয়ার রিপোর্ট বলছে নিউ সাউথ ওয়েলস স্টেটে করোনার রেকর্ড সংক্রমণ দেখা হয়েছে। আক্রান্তদের বেশিরভাগেরই শরীরে পাওয়া গিয়েছে ডেল্টা ভ্যারিয়ান্ট। বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন। বুধবার আক্রান্ত হয়েছিলেন ২৭ জন। নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে টানা দু’সপ্তাহ লকডাউন চলছে। ডেল্টা ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ায় আরও এক সপ্তাহ লকডাউন করা হবে বলে জানা গিয়েছে। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান বলেন, “আমরা লকডাউনের সময়সীমা বাড়াতে চাই না। কিন্তু যতদিন না বড় সংখ্যক মানুষকে টিকা দেওয়া যাচ্ছে, ততদিন লকডাউন চালিয়ে যেতেই হবে।”বেরেজিকলিয়ান স্থানীয় মানুষের কাছে আর্জি জানিয়েছেন, “বাড়ির বাইরে বেরোবেন না। পরিবারে কারও দেহে ফ্লু-এর লক্ষণ দেখা দিলে সবাই করোনা পরীক্ষা করান। কারণ ডেল্টা স্ট্রেন অত্যন্ত ছোঁয়াচে।” প্রিমিয়ার আশ্বাস দেন, যে এটিই সিডনির শেষ লকডাউন ও সিডনিতে তিন সপ্তাহের বেশি লকডাউন করা হবে না। যদিও এখনও অস্ট্রেলিয়ার ১০ শতাংশের বেশি মানুষ ভ্যাকসিন নেননি।

অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে ২ রা জুন থেকে দুই সপ্তাহ ধরে জনগণের চলাচলকে সীমাবদ্ধ করা এবং সমাবেশকে সীমাবদ্ধ রাখার আদেশ কার্যকর করা হয়েছিল। অবৈধ জমায়েত ও সামাজিক দূরত্বের বিধি লঙ্ঘনকারী ব্যক্তিদের মধ্যে নতুন সংক্রমণ সংক্রামিত হওয়ার পরে কর্মকর্তারা হতাশ হয়ে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয় ১৬ জুলাই পর্যন্ত। অন্যান্য অনেক দেশের তুলনায় যথেষ্ট সাফল্যের সঙ্গে কোভিড অতিমহামারীর মোকাবিলা করেছে অস্ট্রেলিয়া। সেখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯০০ জন। মারা গিয়েছেন ৯১০ জন। কিন্তু সেদেশে টিকাকরণ অত্যন্ত ধীর গতিতে হওয়ায় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ পড়ছে মারাত্বক ভাবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অলিম্পিকের আগেই ভয়ঙ্কর ভূমিধস জাপানে, এখনও চলছে উদ্ধারকার্য । এম ভারত নিউজ

জাপানের ভয়ঙ্কর ভূমিধসে প্রাথমিকভাবে, ১৪৭ জনের খোঁজ মিলছিল না। আটামির মেয়র সাকায়ে সাইতো জানিয়েছেন, মঙ্গলবার সকালে নগরীতে ৬০ জনের বেশি নিবন্ধিত বাসিন্দার নাম প্রকাশের পরে এখনও খোঁজ মেলেনি ২৪ জনের। আধিকারিকরা বাসিন্দাদের সংখ্যা বারবার মিলিয়ে নিচ্ছে কারণ আটামির অনেক অ্যাপার্টমেন্ট ও বাড়ি অনেকের দ্বিতীয় বাড়ি ও অধিকাংশই ছুটির জন্য ভাড়া […]
abroad_149

Subscribe US Now

error: Content Protected