নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ শনিবার বিধ্বংসী আগুন লাগল ১৬ নং জাতীয় সড়ক লাগোয়া হাওড়ার ডোমজুড় থানার অঙ্কুরহাটি পোষ্ট এলাকার একটি রেষ্টুরেন্টে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারা যায়, আগুন লাগার মুহূর্তের মধ্যেই পুড়ে ছারখার হয়ে যায়, দোকানের ভিতর সমস্ত অংশ।বোম্বে রোড লাগোয়া জনবহুল এলাকায় সাত সকালে,এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। […]
aunkurhati check post