করোনাকালীন কঠিন পরিস্থিতিতে ভিন্ন এক স্বাধীনতা দিবসের সাক্ষী থাকতে চলেছে মহানগরীর রেডরোড। আর সেই কারণেই ইতিমধ্যেই বেশ কিছুটা কাটছাঁট করা হয়েছে, সে দিনের অনুষ্ঠানের আড়ম্বরে। প্রতি বৎসর স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনটিকে মহাসমারোহে পালন করেন রেড রোডের বাসিন্দারা। পাশাপাশি আরও কড়াকড়ি করা হল কোভিডের প্রটোকলে। জানা যাচ্ছে ঐদিন করোনা বিধি […]
independence day celebration