টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনেইরোতে একমাত্র গোলটি এসেছে পাকেতার কাছ থেকে। সেই গোলে আবার এসিস্ট করেছিলেন নেইমার। ম্যাচশেষে তাই সতীর্থ পাকেতাকে প্রশংসায় ভাসালেন পিএসজি ফরোয়ার্ড। অসংখ্য গোল নেই তবে চোখ ধাঁধাঁনো ফুটবল। প্রথমার্ধ প্রায় গোটাটা ব্রাজিলের। দ্বিতীয়ার্ধের অনেকাংশে পেরুর ঝলক। তবে পাকুয়েতার করা একমাত্র […]
kopa america