বিধানসভা নির্বাচন ২০২১ ,ইতিমধ্যেই মোট চারটি রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গেছে নির্বাচন প্রক্রিয়া। আজ পশ্চিমবঙ্গ সহ নির্বাচন চলছে কেরালা, তামিলনাড়ু , আসাম পুদুচেরি প্রভৃতি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। পশ্চিমবঙ্গ এবং আসামে চলছে তৃতীয় দফার নির্বাচন। পশ্চিমবঙ্গে তৃতীয় দফার নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে। তিন জেলার মধ্যে এগিয়ে আছে হাওড়া। হাওড়ায় ৩৭ শতাংশ ভোট পড়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৩২ শতাংশ। হুগলিতে ৩৭ শতাংশ ভোট পড়েছে। শুধু পশ্চিমবঙ্গেই নয় পাশাপাশি আজ কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও চলছে প্রথম দফার নির্বাচন। ওদিকে বেলা ১১.৩০ পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটদানের হার ২০.০৭ শতাংশ ।তামিলনাড়ুতে ২৩৪টি বিধানসভা আসনে, নির্বাচন চলছে আজ। সকাল সাড়ে দশটা পর্যন্ত তামিল নাড়ুতে ভোটদানের হার ১৩.৮০ শতাংশ। ইতিমধ্যেই দক্ষিণ ভারতের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরাও পৌঁছে গিয়েছেন ভোটদান কেন্দ্রে । সকাল-সকাল ভোট দান করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন তাঁরা। ওদিকে সিলাভামপালায়াম বুথে ভোট দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী। পাশাপাশি কেরালায়ও চলছে প্রথম এবং শেষ দফার নির্বাচন সেখানে বেলা এগারোটা পর্যন্ত ভোট দানের হার ৩১.৯ শতাংশ।
বেলা ১১ টা অবধি কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়ল, দেখে নিন । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 4 Second