ইতিমধ্যেই ঘোষণা হল সম্পূর্ণ মন্ত্রী তালিকা। প্রসঙ্গত উল্লেখ্য আজ মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের পর নবান্ন সভা কক্ষে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, নির্বাচনে জেতার আগে যে সমস্ত অঙ্গীকার গুলি তিনি নিয়েছেন সেগুলিকে অঙ্গিকারবদ্ধ ভাবে সম্পূর্ণ করার চেষ্টা করবেন তিনি। পাশাপাশি কেন্দ্রকে আরও একবার ভ্যাকসিন নিয়ে কটাক্ষ করলেন মমতা। ভোট চলাকালীন রাজ্য জুড়ে , যে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, তার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি যে তিনজন হুইপের নাম ঘোষণা করেন তিনি তারা হলেন, বিধানসভার ডেপুটি চিফ হুইপ – তাপস রায়। বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়। বিধানসভার মুখ্য হুইপ পদ পেলেন, নির্মল ঘোষ। পার্থ ভৌমিক, অসীমা পাত্রকে রাজ্য সরকারের বিশেষ দায়িত্ব দেওয়ার ঘোষণা করলেন তিনি। এছাড়াও প্রকাশিত হওয়া সম্পূর্ণ মন্ত্রী তালিকাটি নিম্নলিখিত;
১) স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ভূমি- ভূমিসংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী- মমতা বন্দ্যোপাধ্যায়
২) পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী- সুব্রত মুখোপাধ্যায়।
৩) ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতর মন্ত্রী-সাধন পাণ্ডে
৪)শিল্প, বাণিজ্য, তথ্য-প্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রী-পার্থ চট্টোপাধ্যায় ।
৫)পরিবহণ ও আবাসনমন্ত্রী- ফিরহাদ হাকিম
৬) শক্তি, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী -অরূপ বিশ্বাস
৭) জলসম্পদ উন্নয়ন মন্ত্রী-মানস ভুঁইয়া
৮) বন ও অপ্রচলিত শক্তি মন্ত্রী -জ্যোতিপ্রিয় মল্লিক
৯) অর্থ, পরিকল্পনা ও সংখ্যতত্ত্ব- মন্ত্রীঅমিত মিত্র
১০)স্কুলশিক্ষা এবং উচ্চশিক্ষামন্ত্রী- ব্রাত্য বসু
১১)কৃষিমন্ত্রী-শোভনদেব চট্টোপাধ্যায়
১২)নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী-শশী পাঁজা
১৩)আইনমন্ত্রী-মলয় ঘটক
১৪)সুন্দরবন উন্নয়নমন্ত্রী- বঙ্কিমচন্দ্র হাজরা
১৫)কুমার মহাপাত্র – সেচ ও জলপথমন্ত্রী
১৬)কারামন্ত্রী-উজ্জ্বল বিশ্বাস
১৭)খাদ্য ও গণবন্টনমন্ত্রী-রথীন ঘোষ
১৮)অরূপ রায় – সমবায়মন্ত্রী
১৯)সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী-মহম্মদ গোলাম রব্বানি
২০)বিপ্লব মিত্র – কৃষি বিপণনমন্ত্রী
২১)পুলক রায় – জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী
২২)বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষামন্ত্রী-জাভেদ আহমেদ খান
২৩)গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী-সিদ্দিকুল্লা চৌধুরী
২৪) ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী-চন্দ্রনাথ সিনহা
২৫)কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-হুমায়ুন কবীর
২৬)মৎস দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-অখিল গিরি
২৭)পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি-ভূমিসংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী -চন্দ্রিমা ভট্টাচার্য
২৮)প্রাণীসম্পদ উন্নয়নমন্ত্রী-স্বপন দেবনাথ
২৯)শ্রম দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-বেচারাম মান্না
৩০)খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী- সুব্রত সাহা
আজ প্রকাশিত হল সম্পূর্ণ মন্ত্রী তালিকা। ইতিমধ্যেই ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো করোনা মোকাবেলা। আর আজ তাঁর মন্ত্রিসভা গঠনের পর ঠিক কিভাবে করোনা মোকাবেলার কাজে নিজের মন্ত্রীদেরকে নিযুক্ত করতে চলেছেন সেটাই এখন দেখার বিষয়।