আজ কে কে জোগ দিলেন বিজেপিতে, দেখে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 57 Second

দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার মেদিনীপুর কলেজ ময়দানে অমিত শাহের জনসভায় বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। তবে এদিন তিনি শুধু একা নন, তাঁর পুরনো দলের একঝাঁক নেতানেত্রী সহ সিপিএম ও কংগ্রেস থেকেও বিজেপিতে যোগ দিলেন বেশ কয়েকজন। তালিকাতে রয়েছেন বেশ কয়েকজন সংখ্যালঘুও। তৃণমূল থেকে ৭, সিপিএম থেকে ১ ও কংগ্রেস থেকে ১ জন বিধায়ক গেলেন গেরুয়া শিবিরে।

তৃণমূল থেকে এদিন বিজেপিতে এলেন বারাকপুরের শীলভদ্র দত্ত, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। এছাড়াও তমলুকের অশোক দিন্দা, কালনার বিশ্বজিৎ কুণ্ডু, মন্তেশ্বরের সৈকত পাঁজা, গাজলের দিপালী বিশ্বাস, নাকড়াকাটার সুক্রা মুন্ডা। জেলাস্তরের পূর্ব মেদিনীপুরের সুকুমার দাস, হাওড়ার বাণীসিংহ রাই, হুগলির ইন্দ্রজিৎ দত্ত, মৃন্ময় মুখার্জি, গৌতম মাঝি, হুগলি জেলা পরিষদের অধ্যক্ষ সমীরণ মিত্র ও দেবাশিস মুখার্জি। পশ্চিম মেদিনীপুরের অমূল্য মাইতি, রমাপ্রসাদ গিরি, তপন দত্ত, কাবেরী চ্যাটার্জি, দুলাল মন্ডল, স্নেহাশিস ভৌমিক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আকাশদীপ সিনহা, দক্ষিণ ২৪ পরগনার তন্ময় রায়, রঞ্জন বৈদ্য, দেব মহাপাত্র। উত্তর দিনাজপুরের কার্তিক পাল, প্রফুল্ল বর্মণ ও দক্ষিণ দিনাজপুরের বিধায়ক সত্যেন রায়, দক্ষিণ দিনাজপুরের দেবাশিস মজুমদার, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডা. গোপাল মিশ্র, দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, পূর্ব বর্ধমানের নিত্যায়ন চ্যাটার্জি, পুরুলিয়ার গৌতম রায়, মেদিনীপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রণাম বসু, আলিপুরদুয়ারের জেলাস্তরের তৃণমূল নেতা আশিস দত্ত, বাপ্পা মজুমদার।

তৃণমূল থেকে ঝাঁক বেঁধে আসা সাংসদ, বিধায়ক, মন্ত্রী, জেলা নেতারা ছাড়াও বিজেপিতে এদিন যোগ দিলেন পানিহাটির প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর সন্ময় বন্দ্যোপাধ্যায়, হলদিয়া পূর্বের সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল, পুরুলিয়া থেকে কংগ্রেসের বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ শুভেন্দু অনুগামীরা। তবে এই যোগদান পর্বকে সবে শুরু বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেইসঙ্গে তাঁর কটাক্ষ, ভোট যত আসবে ততই দলে একাই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

একুশের নির্বাচনে শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণের । এম ভারত নিউজ

মেদিনীপুরের জনসভা থেকে তৃণমূলকে তুলোধনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। আর তার ঠিক পরেই বিজেপিকে জবাব দিতে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বসেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই একযোগে বিজেপি ও অধিকারীদের আক্রমণ করেন কল্যাণ। প্রথমেই তিনি চ্যালেঞ্জ করেন, ভাইপো না বলে ক্ষমতা থাকলে নাম […]

You May Like

Subscribe US Now

error: Content Protected