রাজ্যে চতুর্থ দফা বিধানসভা নির্বাচনে ৪৪ আসনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ১১, হাওড়ায় ৯, হুগলিতে ১০, কোচবিহারে ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি আসনে ভোট। এই দফার ভোটে তারকা প্রার্থীর সংখ্যা অপেক্ষাকৃত বেশি। আজ সকাল থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে একের পর এক লাইনে দাঁড়িয়েছেন সমস্ত তারকা প্রার্থীরা । বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর এদিন সকালে তাঁকে দেখা গেল ভোটদাতদের মাঝখানে। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এইদিন সকাল সকাল ভোটদান কেন্দ্রে পৌঁছেযান তিনি । এদিন মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান শ্রাবন্তী। ভোট পর্বের শেষে তিনি বলেন ,এই বিশেষ দিনটির জন্যই অপেক্ষা ছিল তাঁর। ওদিকে আরও এক তারকা প্রার্থীর দেখা পাওয়া যায় ভোটের লাইনে ।
সকাল সকাল ভোট দান কেন্দ্র পৌঁছান বিজেপির চণ্ডীতলার প্রার্থী যশ দাশগুপ্ত। বাকি থাকলেন না বলিউডের বিখ্যাত অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ,খড়পুর সদরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এদিন সকালে ভোট দিয়েছেন । স্ত্রী অনিন্দিতাকে সঙ্গে নিয়ে এদিন ভোট দেন হিরণ। তাঁর কেন্দ্র উলুবেড়িয়া উত্তর। সকালবেলা ভোটের লাইনে দেখা পাওয়া গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর ।শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও এদিন ভোট দেন কসবা কেন্দ্রে। এদিন সকালে তিনি স্বামী রাজের সঙ্গে ভোট দিতে যান । তাছাড়া অন্যান্য কেন্দ্র থেকে ভোট দিয়েছেন বিক্রম চ্যাটার্জী, অভিনেতা জিৎ। প্রত্যেকেই নিজেদের ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করেছেন ।