মাত্র ১৫ দিনে জাতিসংঘের বিবৃতিতে এক ভয়াবহ পরিবর্তন সংকটে ফেলেছে বিশ্বের কূটনৈতিক মহলকে। গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বের দরবারে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল তালিবানদের আফগানিস্তান দখল ।তবে এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আইএস (কে) জঙ্গি সংগঠন। ১৫ ই আগস্ট তালিবানরা আফগানিস্তানের দখল নিয়েছিল । আর তারপর থেকেই ক্রমাগত চালানো হচ্ছে স্বায়ত্তশাসন। সেই পরিস্থিতিতে দ্রুত মার্কিনীদের সে দেশ থেকে উদ্ধার করার কাজ চালাচ্ছিল মার্কিন প্রশাসন। আর তারই মধ্যে হঠাৎই কাবুল বিমানবন্দরে হামলা চালায় আইএসকে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা।

গত ১৬ আগস্ট তালিবানদের আফগানিস্তান দখল নিয়ে জাতিসংঘের তরফের সন্ত্রাসবাদের বিষয়ে এক বিবৃতি জারি করা হয়েছিল। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রাখা হয়েছিল, তালিবানদের নামের।লেখা হয়েছিল, তালিবান নামক কোন জঙ্গিগোষ্ঠী যেন অপর কোন জঙ্গিগোষ্ঠীর কাজে মদত না দেয়। গত ২৭ আগস্ট ফের আরও একটি বিজ্ঞপ্তি জারি করে জাতিসংঘ যাতে কোনও স্থানেই তালিবান গোষ্ঠীর নামের উল্লেখ পাওয়া যায়। এই প্রসঙ্গে ভারতীয় প্রাক্তন রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, ‘কুটনীতির ক্ষেত্রে ১ পক্ষকাল অনেক লম্বা সময়। বর্তমানে সেখানে ‘তালিবান’ শব্দটি আর নেই। প্রয়োজনে আগস্টের ১৬ ও ২৭ তারিখ আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের বিবৃতি দুটি মিলিয়ে দেখুন।’