বিসলেরি এই নামটা সকল ভারতীয়র কাছেই সুপরিচিত। ভারতের প্রথম প্যাকেটজাত জলের কোম্পানি হলো বিসলেরি।১৯৬৯ সালে রমেশ চৌহানের হাত ধরে বিসলেরির পথ চলা শুরু।ভারতের বৃহত্তম জলের বোতলের বিসলেরির কর্ণধার রমেশ চৌহান জানান কোম্পানি বিক্রি নিয়ে টাটার সাথে কথা হয়েছে তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

১৯৬৯ সালে তৈরি হওয়া এই প্যাকেটজাত জলের কোম্পানির কর্ণধার রমেশ চৌহানের উত্তরসূরী হলো তার কন্যা জয়ন্তী। অবশ্যই জয়ন্তী ব্যবসায় মনোযোগী না হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তিনি জানিয়েছেন রমেশ চৌহান। বিসলেরি যাতে সঠিক পথে আরো বড় কোম্পানি হয়ে ওঠে, সেই জন্যই তিনি টাটা কে বেছে নিয়েছেন বলেও জানান।
টাটার নিজস্ব জলের কোম্পানিও আছে।টাটা ইতিমধ্যেই ‘হিমালয়ান’ ব্র্যান্ডের প্যাকেটজাত জল বাজারে এনেছে। এবার টাটা বিসলেরির দায়িত্ব নিয়ে বিসলেরিকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে এখন সেটাই দেখার।