রাজ্যে উচ্চ-মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর থকেই দফায় দফায় চলছে অশান্তি-অসন্তোষ। কোথাও কম নম্বর দেওয়ার অভিযোগ তো কোথাও ফেল করিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পড়ুয়ারা। এর মধ্যেই প্রধান শিক্ষকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে কাঠগোড়ায় বিধাননগর উত্তর থানার পুলিশ সাহাব উদ্দিন মন্ডলের বিরুদ্ধে ।রাজ্যে উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট বিভ্রাটের দায় কার ? তা জানতে চেয়ে স্কুলগুলোকে আগেই ‘মুচলেখা’ চেয়েছিল সংসদ। এই পর্যন্ত ঠিক থাকলেও সমস্যা হল অন্য জায়গায়। স্কুলের প্রধান শিক্ষকদের অভিযোগ প্রায় জোর করে তাঁদের একটি ফর্মে সই করানো হচ্ছে যেখানে স্পষ্ট লেখা আছে, ‘করোনা পরিস্থিতির জন্য স্কুলে পর্যাপ্ত কর্মী সংখ্যা ছিল না। নম্বর দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছে। সেকারণেই উচ্চমাধ্যমিকে এই রেজাল্ট বিভ্রাট’! অর্থাৎ এক কথায় রেজাল্ট বিভ্রাটের সমস্ত দায় চাপানো হচ্ছে স্কুলগুলির ওপরেই।
রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল দেখা করে বিদ্যাসাগর ভবন থেকে যখন বিকাশ ভবনের দিকে যাচ্ছিলেন তখন অকারণে বিধান নগর উত্তর থানার পুলিশ সাহাব উদ্দিন মন্ডল তাঁদের সঙ্গে অসম্মানজনক আচরণ ও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওই প্রতিনিধি দলের।পশ্চিমবঙ্গ অ্যাডভান্স সোসাইটি হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস এর সম্পাদক চন্দন মাইতির অভিযোগ, “ বিদ্যাসাগরভবন থেকে বিকাশভবনের দিকে যাওয়ার সময় বিধাননগর উত্তর থানার পুলিশ সাহাব উদ্দিন মন্ডল রাস্তা আটকে অকারণে আমাদের সাথে অসম্মানজনক আচরণ ও দুর্ব্যবহার করেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।