মুক্তি পেল স্বতন্ত্র বীর সাভারকর-এর টিজার। এম ভারত নিউজ

admin

ভিডি সাভারকরের ১৪০ তম জন্মবার্ষিকীতে মুক্তি পেল তাঁকে নিয়ে তৈরি হওয়া ছবির টিজার।

0 0
Read Time:2 Minute, 15 Second

হিন্দুত্ববাদ মতাদর্শে বিশ্বাসী তথা স্বাধীনতা সংগ্রামী ভিডি সাভারকরের ১৪০ তম জন্মবার্ষিকীতে মুক্তি পেল তাঁকে নিয়ে তৈরি হওয়া ছবির টিজার। রবিবার, ২৮ মে মুক্তি পেয়েছে ‘স্বতন্ত্র বীর সাভারকর’-এর টিজার। নাম ভূমিকায় দেখা যাবে রণদীপ হুডাকে। এই ছবিটির পরিচালনা তিনিই করেছেন। হ্যাঁ, এটির হাত ধরেই পরিচালক হিসেবে তাঁর হাতে খড়ি হল। পাশাপাশি উৎকর্ষ নৈথানির সঙ্গে মিলে তিনি এই ছবির কাহিনি লিখেছেন।

এই টিজার এবং পোস্টার শেয়ার করে রণদীপ হুডা লেখেন, ‘ব্রিটিশদের মোস্ট ওয়ান্টেড ভারতীয়র তালিকায় থাকা প্রথম নাম। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং এবং ক্ষুদিরাম বসুর মতো স্বাধীনতা সংগ্রামীদের যিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। কে এই বীর সাভারকর? তাঁর প্রকৃত গল্পটি দেখুন।’ রণদীপ হুডা ধরা দিচ্ছেন ‘স্বতন্ত্র বীর সাভারকর’ হিসেবে। ২০২৩ সালেই মুক্তি পাবে এই ছবি।

টিজারের শুরুতেই শোনা যায় রণদীপ হুডার কণ্ঠস্বর। সেখানে তিনি বলতে থাকেন এই স্বাধীনতা সংগ্রামের লড়াই ৯০ বছরেরও বেশি সময় ধরে চলেছে। কিন্তু এটা অনেক আগেই শেষ হতে পারত যদি সকলে অস্ত্র নিয়ে এই যুদ্ধ করতো। তিনি আরও বলেন, খুব কম সংখ্যক মানুষই স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন বাকিরা কেবল এই যুদ্ধকে হাতিয়ার করে রাজনৈতিক ভাবে নিজেদের সুবিধা তুলতে চেয়েছিল।

my-ad-manager id=”37351″]

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লক্ষ্য লোকসভা ভোট, সলতে পাকাচ্ছে বিরোধীরা। এম ভারত নিউজ

এক বছর আগে থেকেই কেন্দ্রের গদি দখল করতে উঠে-পড়ে লেগেছে শাসক-বিরোধী দল।

Subscribe US Now

error: Content Protected