উত্তরপ্রদেশের প্লান্ট থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়ে মৃত্যু হল ২ আধিকারিকের। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ফুলপুরে ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কোঅপারেটিভ কোম্পানির অ্যামোনিয়া এবং ইউরিয়া উৎপাদন ইউনিটের প্লান্টে মঙ্গলবার প্রায় রাত সাড়ে ১১ টা নাগাদ আচমকাই অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে। মঙ্গলবার নাইট শিফটে কর্মরত কর্মীদের মধ্যে সবাই বেরোনোর চেষ্টা করলেও ১৫ জন আটকে পড়েন । দুর্ঘটনার পর সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অ্যাসিসটান্ট ম্যানেজার ভিপি সিং এবং ডেপুটি ম্যানেজার অভয়ানন্দনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক । শহর থেকে ৩০ কিমি দূরে জৌনপুর-গোরখুররের রাস্তার ওপর ফুলপুরে এই ঘটনা ঘটে । খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে হাজির হন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ ব্যক্তিদের শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ২ জনের মৃত্যু হয় । কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি তবে, সংস্থার আধিকারিকেরা জানাচ্ছেন বিষয়টি নিয়ে তদন্ত করা হবে ।
