ভয়াবহ দুর্ঘটনা নাগেরবাজার উড়ালপুলে । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 47 Second

মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটলো নাগেরবাজার উড়ালপুলে। সোমবার এই উড়ালপুলে একটি চার চাকার একটি গাড়ি আচমকাই ধাক্কা মারে বাইকে। বাইকে থাকা এক মহিলা বাইক থেকে ছিটকে উড়ালপুলের নিচে পড়ে যান। উড়ালপুলের ভিতর ছিটকে পড়েন বাইকের চালকও। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে দু’জনকেই ভর্তি করা হয় । সূত্রে খবর, চিকিৎসকদের বহু চেষ্টার পরেও বাঁচানো যায়নি ওই মহিলাকে। জানা গিয়েছে নিহত মহিলার নাম বিউটি বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদম ক্যান্টনমেন্ট সুভাষ নগর হেলথ ইন্সটিটিউট রোডের বাসিন্দা অসীম বিশ্বাস ও তার স্ত্রী বিউটি বিশ্বাস দমদম সেন্ট্রাল জেলের দিক থেকে লেকটাউনের দিকের ফ্লাইওভার ধরে যাচ্ছিলেন । সেই সময় একটি দ্রুত গতিতে আসা চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে ধাক্কা মারে। অসীম বাইক চালাচ্ছিলেন। স্ত্রী বিউটি পিছনে বসেছিলেন ।স্বামীকে শক্ত করে ধরে বাইকে বসলেও চার চাকাটি ধাক্কা মারতেই বিউটি একেবারে ছিটকে গিয়ে পড়েন উড়ালপুলের নিচে।এরপরেই তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে যেতে দেখে এক সহৃদয় ব্যক্তি তাকে টোটোতে তুলে হাসপাতালে নিয়ে যান। এরপর পুলিশ এসে অসীমবাবুকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে, অসীম বিশ্বাসকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে যে, চার চাকার গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িটা লেকটাউন থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। পুলিশ থানায় গাড়িটি নিয়ে যায়।এদিকে যে চার চাকার গাড়িটি ধাক্কা মারে,স্থানীয়দের অভিযোগ তাতে রাজ্য সরকারের স্টিকার লাগানো ছিল । এখানেই প্রশ্ন উঠেছে, সরকারি স্টিকার লাগানো গাড়ির চালক কী ভাবে মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে রাস্তায় বেরোলেন। যদিও গোটা ঘটনাই তদন্ত সাপেক্ষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সাদা ভাত ছেড়ে নজর দিন ব্রাউন রাইসে । এম ভারত নিউজ

ভাত বলতেই আমাদের চোখের সামনে সাদা চাল ভেসে ওঠে। আসলে ভাতের রঙ কিন্তু মোটেও সাদা নয়। বরং এটা মিলে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে সাদা করা হয়। আদতে চালের রঙ খয়েরি বা ব্রাউন হয় । তবে আজকাল স্বাস্থ্যসচেতনদের মধ্যে কদর বেশি বেড়েছে ব্রাউন রাইসের । কেবল ওজন ঝরানো নয়, এই ব্রাউন রাইসে […]

Subscribe US Now

error: Content Protected