ভয়াবহ দুর্ঘটনা দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে, মৃত ৩ । এম ভারত নিউজ

Mbharatuser

ভয়াবহ দুর্ঘটনা দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে। দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়়কে চারটি গাড়ির সংঘর্ষে ৩ জন প্রাণ হারালেন। আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।

1 0
Read Time:2 Minute, 15 Second

ভয়াবহ দুর্ঘটনার ঘটনা দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে। দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়়কে চারটি গাড়ির সংঘর্ষে ৩ জন প্রাণ হারালেন। আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। তাঁদের মধ্যে আবার আশঙ্কাজনক ৮ জনের অবস্থা । কার্যত বলা বাহুল্য, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের নরঘাট এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল ।

স্থানীয় সূত্রে খবর, যাত্রীবোঝাই একটি বাস পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে হাওড়ার দিয়ে যাচ্ছিল । আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক নরঘাট ব্রিজের কিছুটা আগে পেট্রল পাম্পের কাছে রাস্তার বাঁকে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টো দিক থেকে সবজি বোঝাই একটি গাড়ি আসছিল । প্রথমে বাসটি সেই গাড়িটিকেই ধাক্কা দেয় । সব্জি গাড়িটির পিছনে ছিল লরি ও চার চাকার একটি গাড়ি। বাসটি ওই দুটি গাড়িকেও ধাক্কা মারে। দুর্ঘটনার পর কার্যত দুমড়ে-মুচড়ে যায় বাস ও সব্জির গাড়িটির। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শোনার পরেই ছুটে আসেন । তৎক্ষণাৎ থানায় খবর দেওয়া হয় ।

আহতদের উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্ত বাস-সহ অন্য গাড়িগুলি থেকে । সকলকেই তমলুকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বাস ও সব্জির গাড়ির চালক ও বাসের এক যাত্রীকে চিকিৎসকরা মৃত বসে ঘোষণা করেন । গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ১৭ জনের চিকিৎসা চলছে । ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়়ক এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ ছিল। পুলিস ইতিমধ্যেই তদন্তে নেমেছে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রেলের ভাড়া কমানোর সিদ্ধান্ত মন্ত্রকের । এম ভারত নিউজ

যাত্রীদের জন্য সুখবর। ইতিমধ্যেই, পূর্ববর্তী ভাড়া ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফে। করোনা কালীন পরিস্থিতির কারণে চালু করা হয়েছিল স্পেশাল ট্রেন। যার ফলে এক্সপ্রেস ট্রেনে সফর করতে যাত্রীদের গুনতে হত অতিরিক্ত ভাড়া। তবে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে স্পেশাল ট্রেন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Subscribe US Now

error: Content Protected