ফের নৌকাডুবি বাংলাদেশ। পদ্মা নদীতে নৌকা ডুবির ফলে সলিল সমাধি ঘটল ২৫টি তরতাজা প্রাণের। একটি স্পিড বোট এর সাথে বালিবোঝাই একটি বাল্ক হেডের সংঘর্ষ ঘটলে দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ২৫টি মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। আহত ৫ জনের চিকিৎসা চলছে।

বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর সোমবার সকাল সাতটার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩১ জন যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজারের দিকে রওনা দেয় একটি স্পিড বোট। ঠিক তখনই জেটিঘাটের কাছে বালি বোঝাই একটি বাল্ক হেডের সাথে ধাক্কা লাগে বোটটির। ২৫জনের মৃতদেহ উদ্ধার করা হলেও, জীবিত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন সাধারণ মানুষ। এখনও নিঁখোজ একটি দেহ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
বাংলাদেশের নৌকাডুবি নতুন ঘটনা নয়। গত এপ্রিলেই নারায়নগঞ্জের কাছে অধিক যাত্রী নিয়ে যাওয়ার সময় নৌকাডুবিতে প্রাণ হারান ৩০ জন। গত বছরের জুন মাসেও একটি ফেরির ধাক্কায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন ৩২ জন।বাংলাদেশে অত্যাধিক পরিমাণে নৌকাডুবির জন্য বিশেষজ্ঞরা স্পিডবোটের যত্ন না নেওয়া এবং নিরাপত্তার দিকে নজর না দেওয়াকেই দায়ী করছেন সরাসরি।