আগামী ৪৮ ঘন্টার জন্য ভয়াবহ বিপদ ঘনিয়ে আসতে পারে দক্ষিণবঙ্গে। জানা যাচ্ছে ইতিমধ্যেই ভয়াবহ জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যদিও তা ধীরে ধীরে ওড়িশার দিকে প্রবেশ করছে। আবহাওয়াবিদদের তরফে জানানো তথ্য অনুসারে আগামী ২ থেকে ৩ দিন পর্যন্ত তা উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে ক্রমাগত এগিয়ে যেতে থাকবে। এখানেই শেষ নয়, অপরাধীকে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে অপর একটি ঘূর্ণাবর্ত। যার ফলে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা কাটছেনা বঙ্গবাসীর। মেঘলা আকাশ থাকবে আগামী ৪৮ ঘন্টার জন্য । বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। যদিও আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। ক্রমে শক্তি হাড়াচ্ছে সেই নিম্নচাপ। যদিও আরব সাগরে অপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ইতিমধ্যেই। আগামী কয়েকদিন পর্যন্ত কলকাতায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কয়েক পশলা বৃষ্টির সঙ্গে সঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২০.৬০ মিলিলিটার । ওদিকে বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৮ – ৯৩ শতাংশ।আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ .৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এছাড়া ১০ এর বেশী জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ।তার আগেই সাজে গন্ধে মেতে উঠেছে বাঙালি। পুজোর কেনাকাটা শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হওয়ার জন্য বেশ অনেক রাস্তায় জল জমে থাকার চিত্র সামনে উঠে এসেছে । বৃষ্টিতে গরমে প্যাঁচপ্যাঁচে এক আবহাওয়ার শিকার হচ্ছে মহানগরীবাসী।