ভয়াবহ বিপত্তি লামখাগা পাসে, মৃত ১১ । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 12 Second

ভয়াবহ বিপত্তি লামখাগা পাসে। একই জায়গায় উদ্ধার হল ১১ জনের দেহ। মূলত লামখাগা হল উত্তরাখণ্ডের একটি দুর্গমতম জায়গা। আর এই দুর্গমতায় এই স্থানের সৌন্দর্য এবং এই স্থানের প্রতি মানুষের আকর্ষণকে ক্রমাগত বাড়িয়ে চলেছে। আর এই সৌন্দর্যকে অনুসরণ করতে গিয়েই মৃত্যু হয় এই ১১ জনের ।তবে রহস্য এবং রোমাঞ্চ যে মৃত্যু টেনে আনে, তার প্রমাণ আবারও পাওয়া গেল এই লামখাগা পাসে। জানা যাচ্ছে, মৃতদের মধ্যে মোট ছয়জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। এছাড়াও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন একজন।

প্রসঙ্গত উল্লেখ্যবাঙালিরলি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাতেই সর্বাপেক্ষা বৃহৎ ছুটি পান সমস্ত সরকারি এবং বেসরকারি কর্মচারীরা। আর সেই কারণেই ট্র্যাকিংয়ের জন্য বেরিয়ে পড়েন অনেকেই। আর ঠিক তেমনি এবার দুর্গা পূজার সময় ট্রেকিংয়ে গিয়েছিল এই ১৭ জনের দলটি। প্রথমদিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গত ১৮ অক্টোবর হঠাৎ করেই বিপদের মুখে পড়েন তাঁরা। হঠাৎ করে তুষারধস শুরু হওয়ায় বিব্রত হয়ে যান প্রত্যেকেই। যদিও তাঁদের সঙ্গে সেই সময় উপস্থিত ছিল স্থানীয় গাইড এবং পোর্টার। আর তারপরই গত ২০ অক্টোবর তল্লাশি শুরু করা হয় ভারতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে নামানো হয় ভারতীয় বায়ুসেনাকেও। অবশেষে ৭ হাজার ফুট উচ্চতায় উদ্ধারকার্য চালাতে সক্ষম হয় ভারতীয় বায়ুসেনা এবং উদ্ধার কার্য বাহিনী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শ্রীনগর-শারজাহ বিমান পরিসেবা উদ্বোধনে অমিত শাহ । এম ভারত নিউজ

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথমবার জম্মু-কাশ্মীর গেলেন অমিত শাহ। জানা যায় তিনদিনের জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন তিনি। জানা যায়, মূলত তিনি উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতেই সেখানে উপস্থিত হয়েছেন। গত কয়েক দিন ধরে জম্মু কাশ্মীরের পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হতে থাকায়, ভারতীয় সেনার উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে […]

Subscribe US Now

error: Content Protected