Read Time:51 Second
ভয়াবহ আগুন স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের অফিসে। ৬ থেকে ৭ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে । আজ সন্ধ্যা ৬ টা নাগাদ এই আগুন লাগে৷ আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন পৌঁছোয়। বহুতলের ১৩ তলায় আগুন লাগে। ১৩ তলায় পৌঁছনোর জন্য আনা হয়েছে হাইড্রলিক ল্যাডার। এই মুহুর্তে বন্ধ করে দেওয়া হয়েছে স্ট্র্যান্ড রোডের বাবুঘাট থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত রাস্তা । এখনও পর্যন্ত পরিস্থিতি ভয়াবহ । আগুন নেভানো সম্ভব হয়নি । তবে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল অফিসাররা ।
