Read Time:1 Minute, 24 Second
গ্রামীণ হাওড়া উলুবেড়িয়া তে আগুন লাগল লক্ষাধিক টাকার সংগ্রহ করে রাখা হোগলা পাতার বাহারে। উলুবেড়িয়া থানার ললিতাগোড়ী মোড়ে আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো সাধারণ মানুষের মধ্যে।

কুলগাছিয়া, হাটগাছা, পালিতাবাউড়ী, বীরশিবপুর, নলপুর, আবাদা ও সাঁকরাইল অঞ্চলে হোগলার তৈরি চাটাই, মাদুর ও অন্যান্য জিনিসের ভাল বাজার তৈরি হচ্ছে। এই অঞ্চলের মানুষের সাধারণ জীবিকায় হোগলা চাষ করা এবং নির্মিত জিনিস বাজারে প্রদান করে নিজের পরিবার চালানো।
দাহ্য বস্তু হওয়ার কারণে আগুন লেগে যায় খুব তাড়াতাড়ি। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দুশ্চিন্তায় পড়ে সাধারণ মানুষ। পরবর্তীতে সাধারণ মানুষও তৎপরতায় জল দিয়ে নেভানোর চেষ্টা করা হয়। আগুনকে নিয়ন্ত্রণ করা না গেলে দমকলের দুটি ইঞ্জিন নিয়ে আসা হয় ফলে তিন ঘন্টার দীর্ঘ প্রচেষ্টায় নিভিয়ে ফেলতে সক্ষম হয় আগুন।