ভয়াবহ অগ্নিকাণ্ড মহেশতলায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 38 Second

মহেশতলায় রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড । এখনও পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন । রাসায়নিক কারখানা হওয়ার কারণে দাহ্য পদার্থের উপস্থিতিতে অগ্নিকাণ্ড ক্রমাগত ভয়াবহ রূপ ধারণ করছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে আশা তিনটি দমকল ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। পার্শ্ববর্তী এলাকাতে ঘন জনবসতি হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আর সেই কারণে ইতিমধ্যেই সম্পূর্ণ এলাকা খালি করে দেওয়া হয়েছে। রাসায়নিক পদার্থ থাকার কারণে এই ভয়াবহ অগ্নিকান্ড, ৩ টি ইঞ্জিনের মাধ্যমে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। তাই ইতিমধ্যেই আরও ইঞ্জিন আনার জন্য তৎপরতা দেখানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই ওই অগ্নিদগ্ধ কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে দমকল কর্মীরা। প্রাথমিক ধারণা থেকে অনুমান করা যায় মূলত দাহ্য পদার্থের উপস্থিতিতে কোনোরকম রাসায়নিক বিক্রিয়ার ফলে এই আগুন লাগতে পারে। ইতিমধ্যেই আগুনের উৎস খোঁজার জন্য তৎপর হয়েছে দমকল বাহিনী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুরুলিয়ায় সাহেব বাঁধ সরোবরে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত ১ । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : মঙ্গলবার পুরুলিয়া শহরের সাহেব বাঁধ সরোবরে স্নান করতে নেমে জলে তরে তলিয়ে মৃত্যু হল ১ সিআইএসএফ জওয়ানের। জানা যাচ্ছে মৃত অভিযানের নাম সুমন মুখার্জী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর। বর্তমানে উত্তরাখণ্ডের ক্যাডারে কর্মরত ছিলেন সুমন। বিনা বিরতিতে দেশের জন্য দীর্ঘদিন লড়াই করে , বাড়ি ফিরেছিলেন […]
district_242

Subscribe US Now

error: Content Protected