মহেশতলায় রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড । এখনও পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন । রাসায়নিক কারখানা হওয়ার কারণে দাহ্য পদার্থের উপস্থিতিতে অগ্নিকাণ্ড ক্রমাগত ভয়াবহ রূপ ধারণ করছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে আশা তিনটি দমকল ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। পার্শ্ববর্তী এলাকাতে ঘন জনবসতি হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আর সেই কারণে ইতিমধ্যেই সম্পূর্ণ এলাকা খালি করে দেওয়া হয়েছে। রাসায়নিক পদার্থ থাকার কারণে এই ভয়াবহ অগ্নিকান্ড, ৩ টি ইঞ্জিনের মাধ্যমে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। তাই ইতিমধ্যেই আরও ইঞ্জিন আনার জন্য তৎপরতা দেখানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই ওই অগ্নিদগ্ধ কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে দমকল কর্মীরা। প্রাথমিক ধারণা থেকে অনুমান করা যায় মূলত দাহ্য পদার্থের উপস্থিতিতে কোনোরকম রাসায়নিক বিক্রিয়ার ফলে এই আগুন লাগতে পারে। ইতিমধ্যেই আগুনের উৎস খোঁজার জন্য তৎপর হয়েছে দমকল বাহিনী।