হিমাচলের কিন্নরে ভয়াবহ ধস। বাসের উপর ভেঙে পড়ল পাথরের চাঁই। মৃত্যু হয়েছে ১১ জনের। নিখোঁজ অন্তত ৩০ জন। হিমাচল প্রদেশের কিন্নোরে ভয়াবহ ভূমিধসের জেরে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হল ১১। হঠাৎই ভূমি ধসের কারণে বাস সহ বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে যায়। বড় বড় পাথরের চাঁই ভেঙে পড়ায় আহত হন মানুষেরা। জানা যায় মোট ৪০ জন আটকা পড়েছেন ওই ভূমিধসের তলায়। ইতিমধ্যেই ১১ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে । পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১৪ জন মানুষকে। তাদের প্রত্যেকেরই অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ভারতীয় সেনারা। প্রসঙ্গত উল্লেখ্য, উদ্ধারকর্মীদের দ্রুত তৎপরতায় উদ্ধারকার্য চালানো হচ্ছে।

ইতিমধ্যে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে, এন ডি আর এফ এবং ভারতীয় সেনা।প্রসঙ্গত উল্লেখ্য আটকে যাওয়া এই বাসটি সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জানা যাচ্ছে চলতি পথে হঠাৎই ভূমিধসের কারণ এই বড়সড় দুর্ঘটনা ঘটে। শুধু তাই নয় এখনও পর্যন্ত পাথর পড়তে থাকার কারণে উদ্ধারকার্য করতে বেশ কিছুটা সমস্যার মুখোমুখি হতে হয় ভারতীয় সেনাকে। ইতিমধ্যেই বাসের চালক এবং কন্ডাক্টরকে উদ্ধার করা হয়েছে । জানা যাচ্ছে তাঁরা দুজনেই আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। এখনও পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।