করোনাকালীন কঠিন পরিস্থিতির মাঝে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে সদ্য বাড়ানো হয়েছিল মেট্রো সংখ্যা। তবে দীর্ঘদিন ধরে ভয়াবহ বৃষ্টিপাতের ফলে এবার ধস নামতে দেখা গেল দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো লাইনের পাশে। জানা যাচ্ছে প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে এই ধস নামতে শুরু করে। জানা যায় আজ অফিস টাইমে লাইনের পাশে হঠাৎই এই ধস চোখে পরে। যার ফলে রীতিমত ওই অংশ দিয়ে ধীরে চালাতে হচ্ছে প্রত্যেকটি মেট্রো। অন্যান্য দিনের তুলনায় দূর্ভোগে , পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। তবে কেবল মাত্র এই মেট্রো স্টেশনেই নয় , ভয়াবহ বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সিসিআর ব্রিজের পিলারও। জানা যাচ্ছে ইতিমধ্যেই যানচলাচল সহজ করার জন্য বোল্ডার রেখে কাজ চালানো হচ্ছে। পাশাপাশি মেট্রো লাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে দ্রুত পর্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে বর্তমানে বর্ষাকালীন পরিস্থিতিতে যাতে পুনরায় এই সমস্যা না হয়, সেই কারণে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া আছে বিস্তীর্ণ এলাকা। এছাড়া যে সমস্ত এলাকাগুলিতে ধস নেমেছে এবং বন্যা প্রবণ হয়ে দাঁড়িয়েছে তা দ্রুত মেরামতের কাজে লাগানো হয়েছে শ্রমিকদের।