ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন থাইল্যান্ডবাসী। সোমবার নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে থাইল্যান্ডের মধ্য ও উত্তর -পূর্বাঞ্চলে ভারী বর্ষণের জন্য। ইতিমধ্যেই, মাত্রাতিরিক্ত জ্বলোচ্ছাসের কারণে বাঁধের জল ছেড়ে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে, নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।

সূত্রের খবর, থাইল্যান্ডের প্রদেশ সুফান বুড়ির সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, ক্রাশিয়াও জলাশয় থেকে জল ছাড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলত, আগে থেকে পরিস্থিতি আঁচ করতে পেরেই থা চিন নদীর তীরবর্তী সম্প্রদায়ের জন্য বন্যার সতর্কতা কার্যকর করা হয়েছিল প্রশাসনের তরফে। এর মধ্যে সুফান বুড়ির গভর্নরের কার্যালয় থেকে জানা গিয়েছে, চলতি বছরে এই পর্যন্ত প্রদেশের বন্যায় ৩৮০০০ এরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, বেশ কয়েকটি প্রদেশে, বিশেষ করে উত্তর -পূর্বাঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে।ফলত, থাইল্যান্ডের কিছু অংশে আগামী 10 দিন অধিক বৃষ্টিপাতের জেরে অতিরিক্ত সতর্কতা জারি হয়েছে ।