Read Time:1 Minute, 10 Second
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। আর যার জেরে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রবিবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং কর্ণাটক উপকূলের উপর। যার ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
