0
0
Read Time:1 Minute, 17 Second
শীতের সকালে গোটা এলাকা ঘুরে বেড়ালো একটি দাঁতাল । সোমবার সকালে জঙ্গল ছেড়ে বাঁকুড়ার পাত্রসায়র এলাকায় ঢুকে পড়ে একটি হাতি। শীতে মাঠ ভর্তি ফসল। তাই হাতির ভয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তার ওপর প্রাণের ভয় তো আছেই। ফসল বাঁচাতে হুলুস্থুলু পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে।
তবে হাতিটি মানুষ থেকে ফসল কারোরই কোন ক্ষতি করেনি। গ্রামবাসীদের অনুমান, কোনও কারণে হাতিটি আহত হয়ে থাকতে পারে। সেকারণে লোকালয় ঢুকলেও নিস্তেজ অবস্থায় এলাকায় ঘুরে বেড়াচ্ছিল সে। তবে হাতির আশেপাশে বনদফতরের কোন কর্মী বা আধিকারিককে দেখতে পাওয়া যায়নি। এর আগেও একাধিকবার বাঁকুড়ায় হাতির হানা দেওয়ায় কখনও প্রাণ গিয়েছে মানুষের, কখনও বা ফসলের ব্যাপক ক্ষতি করেছে। যা নিয়ে বেশিরভাগ সময়েই গ্রামবাসীরা বন দফতরকেই দায়ী করেছেন।