এবার ইতিহাস সৃষ্টি করলো অস্ট্রেলিয়ার মেয়েরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে মহিলাদের ক্রিকেটে টানা ২২ তম ম্যাচ জিতল অস্ট্রেলিয়ার মেয়েরা। একই সঙ্গে তারা ধরে ফেলল নতুন বিশ্বরেকর্ড।

অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের টানা ২১ টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এবার ভেঙ্গে দিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল তাদের এই টানা ২২ ম্যাচে জয়ের ধারার শুরুটা করেছিল ভারতের মাটি থেকে ভারতের মহিলা ক্রিকেট দলকে হারিয়ে। এরপর একে একে ভারতসহ পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের মহিলা দলকে একদিনের ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজগুলিতে হোয়াইটওয়াশ করে এই অনন্য নজির গড়ল তারা।
২০১৮ সালের পর থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল একটিও ম্যাচ হারেনি। এখন এই বাইশতম জয়ের পর তারা তাদের এই জয়ের ধারা কতদিন অবধি বজায় রাখতে পারে, সেটাই দেখার।