বঙ্গ ভোটের আগে বিজেপির শীর্ষ নেতাদের একের পর এক আগমন ঘটে চলেছে পশ্চিমবঙ্গের বুকে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই বঙ্গে আসছেন অমিত শাহ। আজ কোচবিহার থেকে উত্তরবঙ্গ পরিবর্তন যাত্রা শুভ সূচনা করবে তাঁরই হাত ধরে। ৩০ শে জানুয়ারির হঠাৎ বাতিল হয়ে যাওয়া সভার মাঠেই আজ সভা করতে চলেছেন অমিত শাহ।

সেই উপলক্ষে আজ সকাল থেকেই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মতুয়া ভক্তদের আগমন ঘটে চলেছে। বিজেপির শীর্ষ নেতাদের এবারকার নজর মাতুয়া ভোটের দিকে। এই সভাকে কেন্দ্র করে ব্যস্ততা এখন তুঙ্গে, ইতিমধ্যেই বিজেপির দলীয় কর্মী সমর্থকরা সমস্ত প্রস্তুতি সেরে রেখেছেন। জানানো গিয়েছিল বৃহস্পতিবার ঠাকুরবাড়িতে পুজো দিতেপারেন তিনি। পাশাপাশি বক্তব্য রাখবেন নাগরিকত্ব নিয়ে, দিন কয়েক আগে ঠিক এমনটাই জানিয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর।
যদিও বিরোধীদলের তরফ থেকে তৃণমূলের প্রাক্তন সংসদ মমতা ঠাকুর বলেছেন, অমিত শাহের এই সভাতে মাতুয়ারা থাকবেন খুব কম সংখ্যাতেই, কারণ এর আগেও দু’বার তিনি আসার কথা দিয়ে আসতে পারেননি। সুতরাং মতুয়াদের ভাওতা দেওয়া হয়েছে বলেই মনে করছেন তিনি। শুধু তাই নয় ঠাকুরনগরের কর্মসূচি শেষ করে তিনি কলকাতায় ফিরে যাবেন সেখানে সন্ধ্যে ছটা নাগাদ সাইনসিটি অডিটোরিয়ামে ফেসবুকের স্বেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাৎকার করবেন তিনি।
শুধু তাই নয় পাশাপাশি কোচবিহারেও কয়েকটি বিশেষ কর্মসূচি আছে আজকের দিনে। দলের ছাত্র-যুব সদস্যরা দলের ছাত্র-যুব সদস্যরা এবং মহিলারা এই দিন কৃষি আইন নিয়ে এক ঘর বিক্ষোভ দেখান, ক্ষুদিরামের মূর্তি এবং গান্ধী মূর্তির পাদদেশে।