ভারতে উপস্থিত বিদেশিদের টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 33 Second

ভারতে উপস্থিত বিদেশীদের জন্য বড় খবর নিয়ে এল কেন্দ্র সরকার। জানা যাচ্ছে ভারতে উপস্থিত বিদেশীরাও পেতে চলেছেন ভারতীয় টিকা। করোনাকালীন কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক। গতকালই এই বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে। জানা যাচ্ছে আগামী দিনে কোউইন অ্যাপের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন বিদেশি নাগরিকরাও ।পরবর্তীতে নির্দিষ্ট সময় স্লট বুক করা হলে, নির্দিষ্ট টিকা গ্রহণ কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন তাঁরা। সেক্ষেত্রে প্রয়োজনীয় পরিচয় পত্র হিসেবে নিজেদের পাসপোর্ট ব্যবহার করতে পারবেন তাঁরা। মূলত তৃতীয় ঢেউয়ের ধাক্কায় সামলাতেই আগাম এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল স্বাস্থ্যমন্ত্রক।

প্রসঙ্গত উল্লেখ্য করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন এবং বেডের সমস্যায় নাজেহাল হতে হয়েছিল গোটা দেশকে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ,ভারতে বসবাসরত বিদেশিদের সংখ্যাও নেহাত কম নয়। সেক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে বিমান পরিষেবা বন্ধ হওয়ার কারণে নিজ দেশে ফিরতে পারেননি অনেক বিদেশিরাই। তাই তাঁদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিল ভারত সরকার। এছাড়াও এক্ষেত্রে দেশের জনঘনত্ব বৃদ্ধির কারণে বিদেশি নাগরিকদের শরীর থেকে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই সংক্রমণ রোধে ভারতে উপস্থিত বিদেশী নাগরিকদের টিকাকরণের মাধ্যমে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের ভয়াবহ দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে । এম ভারত নিউজ

ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর। জানা যায় আজ সকালে দ্বিতীয় হুগলি সেতুতে মারাত্মক পথদুর্ঘটনায় সাক্ষী হয় সাধারণ মানুষ । প্রত্যক্ষদর্শী তরফ থেকে পাওয়া তথ্য অনুসারে, জানতে পারা গেছে, আজ সকালে ১০:১৫ নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে দাবি, কলকাতাগামী লেনে, কাজীপাড়া বাসস্ট্যান্ডের কাছে এই […]
district_710

Subscribe US Now

error: Content Protected