কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে ফুটতে চলেছে হাসি। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে এই মাসেই। বহু প্রতীক্ষিত কর্মচারীরাই মুখিয়ে আছেন এই খবরের আশায়। ইন্ডিয়ান কনজিউমার ইন্ডেক্স ঘোষণার পর এখনো পর্যন্ত আশা করা যাচ্ছে ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে ডিএ।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দিয়ে পান ১৭ শতাংশ, সপ্তম পে কমিশনের পরে তা যদি আরো ৪ শতাংশ বৃদ্ধি পায় তাহলে মন দিয়ে পরিমাণ হয়ে দাঁড়াবে ২১ শতাংশ। সপ্তম পে কমিশনের ফলে যদি এভাবে ডিএ বৃদ্ধি করা হয় তাহলে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬১ লক্ষ পেনশনভোগী খুশি হবেন।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শেষবারের মতো ডিএ বৃদ্ধি করা হয়েছিল ২০২০ সালের পয়লা জানুয়ারি । করোনা আবহে স্থগিত রাখা হয়েছিল ডিএ বৃদ্ধির প্রস্তাব । ২০২০-২০২১ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশন গ্রহণকারীদের ডি আর আটকে দেওয়ার ফলে সরকারের খরচ বাঁচবে ৩৭৫৩০ কোটি টাকা।