
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা করে পুলিশে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা। উল্লেখ্য, কয়েকদিন আগেই মহিষাদলের একটি সভাতে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের উদ্দেশে মন্তব্য করতে গিয়ে ব্লক তৃণমূল সভাপতি তিলক কুমার চক্রবর্তী বলেন, এদেরকে খতম করতে হবে, এদেরকে সরিয়ে দিতে হবে। তাঁর এই মন্তব্যের পরই আইনি পদক্ষেপ নিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মহিষাদল থানার ইটামগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামকৃষ্ণ দাস। তাঁর মতে, ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর এভাবে যদি তৃণমূলের ব্লক সভাপতি প্রকাশ্য সভায় এমন মন্তব্য করেন তবে তো যেকোনও মুহূর্তে তাঁর মৃত্যু হবে। কোনওরকম দুর্ঘটনা ঘটলে তৃণমূল ব্লক সভাপতি দায়ী থাকবেন বলেও স্পষ্ট জানিয়ে দেন বিজেপি নেতা।

মহিষাদল থানায় প্রাণ সংশয়ের লিখিত অভিযোগ দায়ের করেন রামকৃষ্ণ দাস। গত শনিবার মহিষাদল বিধানসভার রথতলায় তৃণমূলের এক প্রতিবাদ সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে এমন মন্তব্য করার অভিযোগ তোলেন বিজেপি নেতা। যদিও বিজেপি এই বক্তব্যের ভুল মানে করছে বলে দাবি করেন তৃণমূল ব্লক সভাপতি তিলক কুমার চক্রবর্তী। বলেন, যাঁরা দুর্নীতি করেছে, তাঁদের রাজনৈতিকভাবে খতম করে দেওয়ার কথাই বলা হয়েছে সেদিনের সভা থেকে। আসলে বিজেপি ভাবছে তৃণমূলকে চমকে লাভ হবে ওদের। কিন্তু তা হবে না। একুশের নির্বাচনে আমরাই জিতবো। তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ।