আগামী মাসেই বঙ্গ সফরে বিজেপি নেতৃত্ব । এম ভারত নিউজ

admin

সামনেই পুর ভোট। আর তার আগেই আগামী মাসেই বঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় নেতৃত্বরা। বিধানসভা নির্বাচনের সূচনাপর্ব থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের আনাগোনা দেখতে পাওয়া গিয়েছিল বঙ্গে। তবে নির্বাচনের ফল প্রকাশের দিনেই বিজেপির দলীয় সংগঠনের খামতি নজরে আসে সকলের।

0 0
Read Time:1 Minute, 46 Second

সামনেই পুর ভোট। আর তার আগেই আগামী মাসেই বঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় নেতৃত্বরা। বিধানসভা নির্বাচনের সূচনাপর্ব থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের আনাগোনা দেখতে পাওয়া গিয়েছিল বঙ্গে। তবে নির্বাচনের ফল প্রকাশের দিনেই বিজেপির দলীয় সংগঠনের খামতি নজরে আসে সকলের। তবে নির্বাচন এবং উপনির্বাচন, উভয় ক্ষেত্রেই প্রধান বিরোধী দল হিসেবে চিহ্নিত হয় বিজেপি।মূলত সাংগঠনিক সমস্যার জন্য ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে পা বাড়িয়েছেন অনেক নেতৃত্বরাই।

প্রসঙ্গত উল্লেখ্য বঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলায় ক্রমাগত অত্যাচারিত হয়েছেন বিজেপি সমর্থকরা, এমনটাই দাবি করেছেন বিজেপি নেতৃত্ব সৌমিত্র খাঁ। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক সারেন তিনি। জানা যাচ্ছে,বাংলায় বিজেপি কর্মীদের ওপর ক্রমাগত অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার জেপি নাড্ডার সহায়তা চেয়েছেন তিনি। আর সেই কারনেই, বাংলায় পুরো ভোটের আগে আবারও বঙ্গদর্শনে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সেরার সেরা তকমা পেল পশ্চিমবঙ্গ শিক্ষা ও পর্যটন দপ্তর । এম ভারত নিউজ

নয়া সাফল্য পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের। আন্তর্জাতিক স্তরে সেরার সেরা তকমা পেল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষা বিভাগ। করোনাকালীন পরিস্থিতিতে ভালো কাজের জন্য স্বীকৃতি পেল বঙ্গ সরকার।

Subscribe US Now

error: Content Protected