আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে শহীদ দিবস। আজকের দিনে শহীদ দিবস উদযাপনে তৃণমূলের প্রতিপক্ষ হল বিজেপি, বিজেপির শহীদ দিবসের নাম দেওয়া হল, গণতন্ত্র বাঁচাও কর্মসূচি। রাজ্যের বেশ কয়েকটি প্রান্তে “গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও “ব্যানার লাগিয়ে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিল বিজেপি। একদিকে যখন সর্বভারতীয় স্তরে বক্তব্য রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , তখন রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিতে উদ্যত হল বিজেপি বিধায়কেরা। ২০২১ বঙ্গ বিধানসভা নির্বাচনের শুরুর পর থেকেই বিজেপি কর্মীদের প্রতিনিয়ত অত্যাচারিত এবং পিড়িত হতে হয়েছে। এমনই সমস্ত শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন বিজেপির দলীয় কর্মী, সমর্থকরা। একদিকে যেমন এই রূপ ফুটে উঠল বীরভূমের সিউড়িতে ,তেমনি ওই একই ছবি প্রস্ফুটিত হল হাওড়া সহ পুরুলিয়াতেও।

আজ পুরুলিয়া জেলার বাঘমুন্ডিতে বিজেপি কমিটির কার্যালয়ে বিজেপি নেতা কর্মীরা উপস্থিত হয়ে পুরুলিয়া জেলার তিন বীর শহীদ দুলাল কুমার, ত্রিলোচন মাহাতো ও জগন্নাথ টুডুর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার কনভেনার জগদীশ কুমার। অপরদিকে হাওড়াতে দুটি সদর জেলা কার্য্যালয়ের সামনে প্লাকাড হাতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী পালন করল জেলা বিজেপি নেতৃত্ব। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সুরজিৎ সাহা,প্রত্যুষ মন্ডল,উমাশঙ্কর হালদার সহ অন্যান্যরা।