নিজস্ব প্রতিনিধি, বীরভূম: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের দিন যত যাচ্ছে, ততই প্রতিটি রাজনৈতিক দল নিজেদের প্রচারের মাত্রা বাড়াচ্ছে । আর সেই মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিকে দিকে রাজনীতির উত্তাপও বাড়ছে।
এবার সকাল সকাল বিজেপির নির্বাচনী প্রচার বীরভূমের রাজনগরের চন্দ্রপুর অঞ্চলে। বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় আজ রাজনগর ব্লকের চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে তাঁর নির্বাচনী প্রচার সারলেন। সঙ্গে ছিলেন তার দলীয় কর্মী-সমর্থকরা। আজ তিনি চন্দ্রপুর অঞ্চলের চন্দ্রপুর, বড়ঘাটা, শালুকাসহ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেন। প্রচারের পর এই অঞ্চলের জয়ের ব্যাপারে আশাবাদী জগন্নাথ বাবু।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিজেদের সর্বশক্তি দিয়ে প্রচার চালাচ্ছে । বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রটিতে স্বাভাবিকভাবেই জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। যদিও অনুব্রত মণ্ডলের গড় এই বীরভূমে বিজেপি কতটা সুবিধা করতে পারবে সেটা জানা যাবে ২ রা মে।