0
0
Read Time:1 Minute, 12 Second
মন্দারমণিতে উদ্ধার হল অর্ধনগ্ন তরুনীর দেহ। মন্দারমণি আর চাঁদিপুরের মাঝামাঝি এলাকা জলদার সমুদ্রসৈকতে এই দেহ পাওয়া গিয়েছে। দেহ উদ্ধার হওয়া কালীন দেখা যায় তরুণীর পরনে ছিল খালি অন্তর্বাস। একটি পাথরের উপরে দেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসীর তরফে পুলিশকে খবর দেওয়া হয় তারপরই মন্দারমণি কোস্টাল থানার পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্যে পাঠায়। স্থানীয়ের দাবি, মৃত তরুণী এলাকার বাসিন্দা নন তাঁকে কেউ হত্যা করে ফেলে রেখে দিয়ে গেছে বলেই তাঁরা মনে করছেন। এখনও পর্যন্ত মৃতের কোনও পরিচয় পাওয়া যায়নি। কিভাবে এই ঘটনা ঘটতে পারে সেই নিয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফেও কিছুই জানানো হয়নি তবে মেদিনীপুর ছাড়াও আশেপাশের বিভিন্ন থানায় ইতিমধ্যেই এই খবর পাঠানো হয়েছে।