মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছাল জুনিয়র চিকিৎসকদের বাস। সংশ্লিষ্ট চত্বরে মোতায়েন হয়েছে কড়া নিরাপত্তা।
১) সন্ধ্যা ৬.১৬ মিনিটে কালীঘাটে পৌঁছান চিকিৎসকরা। সঙ্গে রয়েছে ২ স্টেনোগ্রাফার। তবে তাদের বৈঠকে ঢুকতে দেওয়া হবে কিনা তা শুধু সময়ের অপেক্ষা।
২) ইতিমধ্যেই বাস থেকে নেমে পড়েছেন চিকিৎসকরা। যাচ্ছেন বৈঠকস্থলে। এখনও পর্যন্ত আপত্তিজনক কিছু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক।
৩) একটিমাত্র সংবাদমাধ্যম ভিতরে যাওয়ার অনুমতি পেয়েছে।
৪) ৬.৪০ মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলেন জুনিয়র চিকিৎসকরা। রয়েছেন দু’জন স্টেনোগ্রাফার।
শুরু হয়েছে জুনিয়র ডাক্তার -মমতা সরকারের বৈঠক।
) মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু হয়েছে বৈঠক। বাড়ির যে জাইগায় বসে কাজ করেন সেখানেই জুনিয়র চিকিৎসকদের নিয়ে শুরু হয়েছে বৈঠক।
৬) ইতিবাচক বৈঠক হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৭) মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিনের বৈঠকে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী।