রাজ্যে সবকটি ফাঁকা আসনের উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে আগামী ৯ই আগস্ট রাজ্যের সমস্ত ফাঁকা বিধানসভা কেন্দ্রগুলিতে উপ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে বিধানসভার সংসদ থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন দীনেশ ত্রিবেদী এবং তার পরেই যোগদান করেছেন বিজেপিতে । ২০২৬ সাল পর্যন্ত তাঁর এই কর্ম মেয়াদ ছিল । যা শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন তিনি । আর সেই কারণেই বর্তমানে সেই বিধানসভা কেন্দ্র বিধায়ক হীন অবস্থায় পড়ে রয়েছে । এবার ২০২১ বিধানসভা নির্বাচনের সময় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি।আর সেই কারণেই এবার উপনির্বাচনের সিদ্ধান্ত নিল কমিশন।

নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে , উপ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আগামী ২২ জুলাই বিজ্ঞপ্তি জারি হবে ৷ পাশাপাশি জানানো হয়েছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ অগাস্ট ৷ এবং উপ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে ৯ ই আগস্ট । অর্থাৎ ৯ অগাস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট গ্রহণ হবে৷ ওই দিনই বিকেল ৫টায় ভোট গণনা হবে ৷ প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল অনুসারে নিজের কেন্দ্র নন্দীগ্রাম থেকে পরাস্ত হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর সত্বেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। তাই সাংবিধানিক নিয়ম অনুসারে আগামী ৬ মাসের মধ্যে তাঁকে যেকোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে উপ নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে আসতে হবে।