স্বরাষ্ট্র সচিবের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 30 Second

নির্বাচন-পরবর্তী প্রতিহিংসার মামলার শুনানিতে স্বরাষ্ট্র সচিবের কাছে হলফনামা চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। মূলত বিধানসভা নির্বাচন ২০২১ এর ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসতে দেখা গেছে। আর আজ সেই মামলার শুনানিতে স্বরাষ্ট্র সচিবের কাছে একটি হলফনামা আকারে রিপোর্ট চাওয়া হয়েছে, যেখানে স্বরাষ্ট্রসচিবের প্রতি আবেদন জানানো হয়েছে যে এখনও পর্যন্ত ভোট-পরবর্তী প্রতিহিংসার কারণে ঘটে যাওয়া অশান্তি গুলির মধ্যে কোনগুলি ইতিমধ্যেই পুলিশের কাছে রিপোর্ট দায়ের করা হয়েছে এবং পুলিশ সে ব্যাপারে কি তৎপরতা দেখিয়েছে তা অবশ্যই উল্লেখ থাকতে হবে ওই হলফনামাতে।

প্রসঙ্গত উল্লেখ্য ভোট-পরবর্তী প্রতিহিংসার থামাতে আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস হাইকোর্টে মামলা দায়ের করেন। এই আইনজীবীর দাবি রাজ্যে এই কঠিন পরিস্থিতিতে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এমনকি রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন । তাই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য সেই মামলার শুনানি দেওয়ার জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে আরও ৫ বিচারপতিকে নিয়ে একটি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়। আজ দুপুর দুটো নাগাদ এই মামলার শুনানি শোনানো হয়। আগামী সোমবার রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট জমা দিতে হবে হলফনামা আকারে। পাশাপাশি মামলার পরবর্তী শুনানি ওই একই দিনে হতে চলেছে বলেই জানা যাচ্ছে এখনও পর্যন্ত।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায় । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :- পুরুলিয়ার সরকারি কোভিড হাসপাতাল থেকে এক নিখোঁজ রোগীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার তুন্তুরী গ্রামের বাসিন্দা মদন মাহাত নামে এক বৃদ্ধকে তাঁর আত্মীয়রা গত ২৫এপ্রিল হাসপাতালে ভর্তি করেন। তারপরে করোনা আক্রান্ত হওয়ায় সেখানেই চিকিৎসারত ছিলেন তিনি। কিন্তু হঠাৎই গত ৩মে রোগীর বাড়িতে খবর […]

Subscribe US Now

error: Content Protected