করোনা পরিস্থিতির জেরে নাজেহাল দেশবাসী। এরই মধ্যে গাড়িচালক ও গাড়ির মালিকদেরকে স্বস্তির খবর দিল কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। ড্রাইভিং লাইসেন্স , গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পারমিট ও অন্যান্য কাগজপত্র পুনর্নবীকরণের মেয়াদ বাড়ানো হল কেন্দ্রীয় সরকারের তরফে। করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের পর থেকেই বারংবার এই পদক্ষেপ অবলম্বন করেই গাড়ির মালিকদের জন্য সুখবর নিয়ে এসেছিল কেন্দ্র সরকার।

বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ের পর থেকেই বেশ কিছু রাজ্যে চলছে কার্যত লকডাউন । আর সেই কারণেই গণপরিবহনের ব্যবস্থা উপলব্ধ না থাকায় ব্যবহার করতে হচ্ছে ব্যক্তিগত যানবাহন। তবে সেক্ষেত্রে পর্যাপ্ত কাগজপত্র না থাকায় যদি প্রতিদিনই ফাইন গুনতে হয়, তাহলে সমস্যায় পড়তে হত বহু মানুষকেই। করেনার জেরে ইতিমধ্যেই জেরবার হয়েছেন সাধারণ মানুষ। ভেঙে পড়েছে ভারতের অর্থনৈতিক অবস্থা। আর সেই পরিস্থিতিতেই সাধারণ মানুষকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস এনে দিতেই আজই কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের তরফ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়, ‘যে সব নথির মেয়াদ ২০২০ সালের ১ ফেব্রুয়ারির পর থেকে বাতিল হয়েছে, অথবা ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর-এর মধ্যে বাতিল হতে চলেছে, সেগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে।’