বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন জানিয়ে এবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। রাজ্যের রাজনৈতিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্ট জনস্বার্থ মামলা করলেন ঘনশ্যাম উপাধ্যায় নামক এক আইনজীবী । পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার অভিযোগ আনেন তিনি। “ভারত যেন তালিবান শাসিত না হয়ে যায়” এই কারণেই এমন অভিযোগ বলে পিটিশনে জানান ওই ব্যক্তি।
ওই ব্যক্তির দাবী, রাজ্যে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন ১৬ জন বিজেপি কর্মী। ঘরছাড়া বহু। সেই কারণেই আদালতকে ৩৫৬ ধারা জারি করে কেন্দ্রীয় সরকারকে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি। ইতিপূর্বে একাধিক বার ভোট পরবর্তী হিংসার কথা বলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলেছিলেন বিজেপি নেতৃত্ব। গত সোমবার নারদা কান্ডে রাজ্যের চার হেভিওয়েট নেতা মন্ত্রীর গ্রেফতারের পর বিক্ষোভকে কেন্দ্র করেও তোলা হয় একই দাবী। রাজ্যপাল জগদীপ ধনকরও ট্যুইট করে লেখেন ” এই নৈরাজ্যের ফলাফল কী হতে চলেছে আশাকরি সেটা বুঝতে পারছেন সবাই”। যদিও এই সমস্ত কিছুকেই বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে তৃণমূল শিবির।